Friday, January 8, 2010

পথিক সুমন

পথিক সুমন

সুমন
তোমাকে সেলাম

একদিন সব কিছু মুছে যাবে লাল নক্ষত্রতলে
অথবা পৃথিবীর তলপেটে জ্বলতে থাকা লাভাশ্রোতের লাল নির্গমনে

তবুও বেঁচে থাকার গোষ্ঠীবাঁধা গথে
রাষ্ট্রীয় তোতাকাহিনী শোনাচ্ছে যারা
আর এক সবার ওপর পার্টি সত্য মৌচাক
এবং তার ভনভনে মৌমাছির দল

এদের মৌতাত ভেঙে, মৌচাকে ঢিল মেরে
তুমি জানালে
পার্টি, আদর্শ, গোষ্ঠি এসবের ওপরে হচ্ছে মানুষ
যে শহুরে গনতন্ত্র ওদের পাশে দাঁড়ায় না
অথবা যেসব বাবুরা ওদের দেখলে লজ্জা পায়
অথবা মেহনতী মানুষের সেবায় নিয়োজিত পঞ্চায়েত ভাগারে রক্তসন্ধানী শকুনের দল
এরা সবাই বাধ্য করেছে।
এরা ।
যারা এসিরুমে বসে লিখছে "ওরা কারা"। ওরা কারা?
মাল্টিন্যাশানালে ডলারে মাইনে পাওয়া শহুরে বিপ্লবীরদল
ঠিকাদারির গাছে গেঁজানো খেজুর রসের বিপ্লবী হাঁড়ি

ওরা
লাশকাটা ঘরে শুয়ে থাকা ফোর্থ ইন্টারন্যাশানালের ফ্যাশন ডিজাইনার
শশ্বানবঙ্গের শবসাধকদের মিছিলে সামিল হওয়া বাঙালী ভিখিরী।

এদের সবাইকে তুমি দেখিয়েছ মানুষ সিপিএম কংগ্রেস হতে পারে না
সে পথিক। পার্টি না, স্বার্থ না, আদর্শ না, নাম ডাক না।

গোত্রহীনের দল, পথের দাবীর সব্যসাচীর মতন কান পেতে শোন
তোর প্রথম এবং শেষ ঠিকানা আদি দিগন্তহীন পথ।