Saturday, December 28, 2013

জীবিকার বাইরে জীবনের খেলাঘরে আজ একমনি তালা

সেদিন কোন এক নবীনাই
   এই ফোরামে প্রশ্নটা তুললো-
   জীবিকা আর প্রেমের বাইরে এক বিরাট জীবন ---
    ইন  ফাক্ট,  ওই বৃত্তের বাইরেই আসল বৃহত্তর বৃত্তালয়।
   আমি নিরুত্তর।

    আমার বয়স যখন ঐ মেয়েটার কাছাকাছি- একুশ, বাইশ ছোঁয়া ছোঁয়া-
    চেকভ, টলস্টয়, গোর্কির মধ্যে প্রতিদিন নিজেকে আবিস্কার করতাম।
     নৌকায় মাল নামানো থেকে হৃদয়ের ব্যথাগুলি যখন অন্যর হাত ধরে চলে যায়
    তার অম্বল ঢেকুরের দুর্গন্ধ এবং বিস্বাদ-
      জীবনের সব মাইক্রোব, জীবানু তখন মাইক্রোস্কোপ দিয়ে দেখি।
   মনে হত জীবিকার জন্য পড়াশোনা
 আর প্রেমিকার জন্য টিকিট কাউন্টারের দাঁড়িয়ে লম্বা লাইনে প্রতীক্ষা-
    সব মায়া।
    চেনা লক্ষনরেখার বাইরে তখন আরো বড় বৃহত্তর উপলদ্ধির মরিচ গর্জন।
     ঘাসের ওপর  শিশির বিন্দু থেকে ফোঁটা ফোঁটা চুঁইয়ে পড়া খেজুর রসে
      ঘুমিয়ে আছে আরো অনেক বড়  অজানা, অচেনা পৃথিবী--
     
        তারপর একদিন
        কর্পরেটের চোরাবালি টেনে নেয়
        প্রথমে পা, মাথা
         পরে অনুভূতি,  উপলদ্ধি,
         আরো পরে সেই সব ছোট ছোট অনুভূতিগুলো--
        পৃথিবী ক্রমশ ছোট হতে থাকে
        কর্পরেট লুক, আউটলুক এবং প্রত্যন্তে কর্পরেট এফেয়ার
         জীবিকার বাইরে জীবনের খেলাঘরে আজ একমনি তালা
          হারানো চাবিটার দেখা পাই না আজকাল !

        ( এটা কোন কবিতা না। আমিও কোন কবি না। নেহাতই আমার একমুঠো অনুভূতি। যে ভাষায়, যে ভাবে লিখতে ভাল লাগে, সেই ভাবেই লিখলাম )