Thursday, December 31, 2015

বর্ষ শেষের কবিতা

(১)
 গাওয়া ঘি এর মতন ভুলে থাকা?
  উঁহু তার থেকেও গহন ঘন!

  ফিরে ডাকার হিস হিস, ফিসফাস ?
 উঁহু তার থেকেও  ফিনফিনে পাতলা!

  অসংখ্য জোড়া জোড়া ভাঙা ঢেউ ?
  তার থেকেও অগুন্তি! অসংখ্য!!

  পতনের থেকেও দ্রুত !!
   
(২)
  হারজিৎ নয়
  তবুও
  বিজয় উল্লাসের ওয়াইন
  আর
  পরাজিত সৈনিকের বর্শাবিদ্ধ হৃদয়ের রক্ত
  সবকিছুর রঙই যখন লাল
  ঘন লাল
 
  মরা বাঁচার ক্ষুদ্র লক্ষণরেখার
  উনিশক্রোড় বাইরে
 মৃত্যুর  গোলমরিচ মরীচিকা
  এবং
   বেঁচে থাকার রোগ
   যেখানে অসূর্য্যস্পর্ষা

  শুরু আর শেষের ছোট গল্প নয়
  টলস্টয়ের অসমাপ্ত উপন্যাস।

  ক্ষমার চেয়েও  ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিযায়ী পাখীরা যখন ঘরে ফেরে
  হিমশীতল তুন্দ্রার গহণ শীতল অন্ধকারে।

 (৩)
  কোথাও না কোথাও থাকবেই
  সেই না দেখা মুখ,
   না শোনা কন্ঠস্বর ।

   কোথাও না কোথাও
   কাছে বা দূরে
   স্থলে বা জলে
   আলো বা আঁধারিতে
   পূর্নিমা বা অমবশ্যায়
    নক্ষত্র ঝড়া ছায়াপথে কোথাও না কোথাও

     জমিদার বাড়ির শতাব্দি প্রাচীন ভাঙা প্রাচীর
     দুদিকে ঝোপ জঙ্গল, মশা পোকা মাকড়
     আমি জানি, তুমি আছ আশেপাশেই
     তবুও মশার ভয়, সাপের ভয়
     না জানি কখন সন্ধ্যা হয়!!