Sunday, January 10, 2016

হৃদয় যন্ত্রের সমস্যা

(৮)
 হৃদয় প্রসঙ্গে ডাক্তাররা যা  বলে
 আমরা যা বুঝি
 আমি জানতে চাই প্রতিটা বিহঙ্গ রহস্য

   মন বনাম হৃদয়
   তালিবানি কাবুল থেকে বিলাসী ভেগাস
   হোরাস অসিরিসের অখন্ড অনন্ত দ্বৈরথ
 
   নৈবদ্য বা ত্যাগ  
    যে নামেই ডাকো না কেন
     সবকিছুই অস্পষ্ট --
     দিল্লীর কুয়াশাঘন ধূসর শীতের সকাল

  চকিত গহন নিশি, দূর দূর দিশি ।

 

   
 

Saturday, January 9, 2016

বরফ ঢাকা সকাল

(৬)
 আবার যখন পৃথিবীতে পা রাখলাম
  মাটি, রাস্তা,বাসি ঘাস
  জীয়ন জোসিয়ার হলদে সবুজ গালিচায়
 
 ওই ভালোবাসার প্রশ্নটাই উঠল প্রথমে
  তুষার ক্লীষ্ট সাদা গ্রানাইট সকালে
  বরফ ঢাকা গাড়ীর কাঁচ
  হাঁটুভর্ত্তি তুষারপাতে
  সময় মাপে দূরত্বের নাকছাবি

    মিনিট কুড়ির অফিসের পথ
    আজ দুঘন্টার-মর্নিং কমিউট
    পিছিল বরফগলা রাস্তায়
    হামাগুড়ি, শামুকের পিছুটান
    রেডিওতে  ভরা বলিউডি গান

    দুই হরিণের সাথে পথে দেখা
    ওরা উড়ন্ত গাড়ীর সামনে আসে না কোনদিন
     আজ এলো,হাঁসল, কথা হলো-চলে গেল

       কৃষ্ণগহ্ববরে আটকানো সময়...

        যশোদানন্দন- তুমি চুরি করো নি মাখন ?
 
 
 
   

Friday, January 8, 2016

তুমি আমার মতন

(৫)
 তুমি আমার ঠিক আমার মতন।
  মরনে। জনমে। বিহনে।
  তবে আজ না
  অন্যকোন দিনে ...

   তুল্যমুল্যের ঠেকা নেই
   শুধু জুঁইফুলের রোদ্দুরে
   কখনো বলেছিলাম
   " ওগো শুনছো?"
    জানি তোমার কন্ঠ নিকম্পন
    হৃদয়ে নেই রিখটার স্কেল
    ভূতের রেডিওতে শুধুই
     আমার কন্ঠনালীস্বর !